একটা ভালোবাসার রাজপ্রাসাদ গড়ি আমি একটু একটু করে মনে মনে
কিন্তু নিজে থাকি এক জীর্ণ কুটিরে ;
শনের চাল ভেদ করে যখন চাঁদের আলো প্রবেশ করে ঘরে, আহ্লাদিত বোধ করি----
নেচে নেচে গাই "পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে"
দেখি ভালোবাসাও আমার পাশে দাঁড়িয়ে নাচছে,
এক সময় আমি জিজ্ঞাসা করেই ফেলি "ভালোবাসা
তুমি রাজপ্রাসাদে থাকোনা"?    
ভালোবাসা খুব হাসে, হাসতে হাসতে বলে, " আমি
মনের রাজা, হৃদের রাজা, তাই তোমার শুভ্র ফুলেল
হৃদয়টাই আমার শেত পাথরের রাজপ্রাসাদ "

চমকে উঠে দেখি ভালোবাসার এক বিশাল ছায়া  আমার সূক্ষ্ম দেহে প্রবেশ করছে ----
আমার স্থূল দেহ থেকে সমস্ত ব্যাধিরা একে একে আমাকে ছেড়ে চলে যাচ্ছে-----