যখন আমি ঢেঁকি তে ধান ভানি
মুক্তি আমার সাথে সাথে ঘোরে,
বাঁশের ফাঁকে মিঠেল রোদ খানি
'বিজয় বিজয়' বলে গান ধরে।  


যখন আমি কাঠের উনুন দিয়ে
পাবদা মাছের ঝাল ঝোল রাঁধি,
কাঠঠোকরার ঠোকর ঠোকর সাথে
বিজয়ীনীর সব সুর রাগ সাধি।


যখন খাপরোলের মাচার থেকে
লাউ চালকুমড়ো শাকপাতা নামে,
বাংলাদেশের সহজ ইতিকথায়
রান্না স্বাদু হয়, মুক্তি নিয়ে ঘ্রাণে।


মুক্ত আকাশ বাতাস ক্ষেতখামার
প্রতিদিনের ঘরকন্যায় হই বিজয়ীনী,
দুষ্ট হানাদারের জায়গা কোথায়!  
চাষি মাঠে কাস্তে হাতে,আমি তার রানী।


(বাবা মা এবং শ্বশুর শাশুড়ীর প্রিয় দেশ বাংলাদেশ। এখানে আমিও যেন বাংলাদেশের এক কৃষক-বধু। বাংলাদেশে এ জন্মে বোধহয় আর যাওয়া হবেনা,তাই কাব্যে সাধ মেটাই।শুভেচ্ছা বিজয় দিবসের)