জীবন-জলসা ঘরের সুরে সদাই মুহ্যমান
তার মাঝেই মনে পড়ে একখানি নাম।
ভুলতে ভুলতেও ভুলতে পারিনি তাঁকে
যেঁ লুকিয়ে আছে সুপ্ত প্রাণের ফাঁকে।
নামটি তাঁর নাইবা দিলাম কাব্য মাঝে তুলে
তাঁর কথা পড়লে মনে, বুকটা ওঠে দুলে।
শীত গ্রীষ্ম যে কাল থাকুক,থাকত সে পাশে
শিহরণ জাগত কায়ায় তাঁর উষ্ম দীর্ঘশ্বাসে।
কখনও হাতটি ধরে শীতের দুপুর বেলায়
চিত্ত হৃদয় ভরিয়ে দিত মিষ্টি হাসির খেলায়।
জীবনে যা চাওয়া যায়,সব কি তার মেটে?
"সে" ও কবে হারিয়ে গেল ভাগ্য বিভ্রাটে।
আমি তাঁকে চাইনি তো জীবন নাগরদোলায়
"সে" থাকুক মনের মাঝে এই কাব্য খেলায়।


(আমার কম্পিউটার এবং ফোন দুটোই খারাপ। অনেক চেষ্টা করে একটা কবিতা দিচ্ছি, অন্যের ফোন দ্বারা। কমেন্ট কিন্তু ইংরেজিতেই দিতে হবে)