" মোরা এক জননীর সন্তান সব জানি
ভাঙব দেয়াল ভুলব হানাহানি--"
আমরা কি কবির এই সরল মনের অভিপ্রায় কে
বুকে ধরে রেখে চলতে পেরেছি?
আমরা কি হানাহানি একবারও ভুলতে পেরেছি?  
মন্দির, মসজিদ, দেবালয়, গির্জা কে এক মননে
মনন করতে পেরেছি?  
আমরা মুখে অনেক কথা বলি,কাজে কিছুই পারিনি,
আমরা বিভেদ কে ভেঙে, দেয়াল ভেঙে একতার
সুত্রে প্রেমকে বৈজয়ন্তী হারে গাঁথতে পারিনি--
আমরা অবোধ শিশুর মতো আজও বিভেদের
বেরা জাল ফেলে রেখেছি বুকের গহীনে।


জগৎ ছেড়ে চলে যাবার পর কে কবে ভিন্ন ভিন্ন
ধর্মের স্বর্গকে স্বতন্ত্র ভাবে পেয়েছিল বলতে পারো?
যুগে যুগে নবী, মহাপুরুষ, অবতার-রা কত পবিত্র
বানী শুনিয়েছিলেন;
তা অনুধাবন করেও শির ধার্য করে রাখতে পারিনি।
আমরা অধম, অশিক্ষিত, ক্ষমা,তিতিক্ষার উর্ধ্বে উঠে
মহাপ্রলয়ে অবতীর্ণ হয়েছি---  
আর দেরি নেই, কালও অপেক্ষা করে আছে আমাদের জন্য, আন্তর্জাতিক পরাজয় .অপেক্ষমান, শোন মৃদু দামামার রোল----