মৃত্যু আমার শিয়রে দাঁড়িয়ে
দীনতা ফোটায় আগুন ফুল
ভুলতে ভুলতে তবু্ও ভুলিনি
প্রিয়তম বিদ্রোহী নজরুল।
ক্লান্তি খেলা করে যায় বুকে
শুনি অসুখ অশান্তির নজরানা
চলে লড়াইএর ম্যারাথন দৌড়
গান তো গলায় থামেনা!
নিঃশ্বাসের বিষে সর্পিল ছোবল
সাথে চলে অনাবিল যন্ত্রণা
কুটিল মানব-মজ্জার হানা
আর আত্মহননের কুমন্ত্রণা।
সবের মাঝে উজ্জ্বল কবি বিদ্রোহী
তুমি পথহারাদের ধ্রুবতারা
যতদিন প্রাণ রইবে সাথে যে
বিষেরবাঁশি,অগ্নিবীণার ধারা।


(বিদ্রোহী কবির জন্মদিনে তাঁর
উদ্দেশ্যে কাব্য অর্পণ করা হয়নি।
তাই আজ---)