যাঁর শিখি পাখায় কবিতা লিখব বলে
আজও বসে আছি
"সে" ভুলেও ভাবে আমাকে কখনো!
থাকি যে তাঁরই কাছাকাছি।
যাঁর রাঙা পায়ের তল পাব বলে
নিত্য ধর্ণা মন মন্দিরে
"সে" আমায় বুঝতে চায়না তো
মুক্তি দেয়না বন্দী রে।
সকল আশা পূরবে জানি গো
সেই শিখিপাখারে যদি পাই
অনন্ত মিলিয়ে দিও তাঁরে
শেষ মিনতি করে যাই----