ওখানে একদিন পাহাড় ছিল
পাথরের নয়, মাটির পাহাড়
শক্ত মজবুত জলে ভেসে যায়না
সেটাই ছিল প্রথম প্রেমের দ্বার।


প্রথম তার সাথে আলাপ হল
এই মাটির পাহাড়ের নিচে
তার প্রেম ভাষ্য,"ভালোবাসি সত্যি
একবারও ভেবনা কিন্তু মিছে"।  


পাহাড়ের নিচে পিকনিক হত
রঙ বেরঙের মানুষের ঢল
লাল নীল হাজার ফুল গাছ
ভরে দিত ক্রন্দসীর অঞ্চল।  


একা বসে ভাবতাম তার কথা
কখনও বিনিদ্র আঁখি ভরত জলে
বায়ুসেনা প্রিয়তম দেশ রক্ষায়
কবেই তো গেছে কালের তলে।


পিকনিক এখনও হয়,নেই পাহাড়
প্রোমটর মাটিতে বুঁজিয়েছে জলাধার  
একা একা বসে বাঁচবার খেলা করি
অশ্রু অঞ্জলি দিই প্রিয়কে বারবার।