তোমার জন্য জাগতিক সম্পদ
এক ফোঁটাও রাখিনি
সংসারের নিকৃষ্ট বেরাজালে
তাই তোমাকে আবদ্ধ করিনি।
পোড়া মন উচাটন আর ব্যাকুল
কখন তোমায় পাব বলে!  
চিত্ত উতলা, বুক উৎসুক  সদা
কখন ঘুমোব তোমার কোলে!  
রাতের নিশাচরের মতো জাগ্রত
নিদহীন আঁখি পল্লব দুটি
আশ্বাস, অনুপ্রেরণা, প্রেম বিশ্বাস
করে যায় খালি ভ্রুকুটি।
বন্ধু স্বজন পাশের অতিথি বিদায়
জানিয়ে গেছে কতকাল আগে
বেঁচে থাকা আর কথা বলা শুধু
তোমাকে পাবার অনুরাগে।
মাটির পৃথিবীতে বেঁচে থাকা মানে
পদে পদে অমানুষিক লড়াই
জীবন, জীবন নয় গো প্রিয়তম
সব পথ চড়াই-উতরাই।
একটা শিউলির মালা গাঁথছি-
যদি তুমি পরো গলায়
আর আমাকে বরণ করো যদি
তোমার বরণ ডালায়।