যেথা থামে না কো গান
ভাঙেনা ডরে পরান
সদা পাখপাখালির ডাক
বাজে পাঞ্চজন্য শাঁক
যদি সেইখানে যাই----


যেথা কৃষ্ণচূড়া দোলে
রাধাচূড়ার গলে
সূর্য সেখানে ভুলেও
না পড়ে ঢলে
যদি সেইখানে যাই----


যেথা রামধনু সাতরঙে
খেলা করে সর্বক্ষণে
চাঁদ হাসে ফুল ফোটে
সদা হাসি সবার ঠোঁটে
আমি সেখানেই যাই-----


বন্ধু গো, তুমি দেবে কি
আমারে বাই বাই?