মাঝ রাতে যদি ঘুম ভেঙ্গে,
মনে পরে আমায়।
স্মৃতির পাতায় খুঁজে দেখো,
তুমি পাবে আমায়।


নীরব পথে যদি আনমনে,
পথ হারিয়ে যাও ভুল পথে।
তোমার ছায়াতে তাকিয়ে দেখো,
খুঁজে পাবে এই আমায় সঙ্গী করে।


ফেলে আসা স্মৃতি যদি বাঁধ ভেঙে,
তাড়া করে ফিরে তোমাকে।
চোখের কোণে আচল নিয়ে,
খুঁজে দেখো আছি অশ্রুতে।


কোনো এক বর্ষাতে,
জানালার পাশে দাঁড়িয়ে,
হাত বাড়িয়ে বাহিরে।
খুঁজে দেখো আমায়,
পাবে বৃষ্টির ছোঁয়ায়।