এসোনা দুজনে বসি আরবার,
পলাশের লালে লাল ভরা দিগন্তে!
কিছুটা পুরোনো বসন্ত বাতাস
ধার করে নেব নাহয়, অতীতের তীর হতে!
পৃথিবীর শেষ সীমানায় আমরা দুজন...
সব বেহায়া হিসেব নিকেষ শেষ করে দাও আজ,
আঁচলে বাঁধা জীবনের সুখ দুঃখর চাবি
ছড়িয়ে এলাম নীল আকাশের পারে!
জীবনের সাত রঙ যখন ফিকে হয়,
বোবা কান্না ভিড় করে আসে,
ভাগ করি প্রতিদিন তোমাতে আমাতে!
বুকের বোঝাটা দুজনে নামাই একান্তে…
সব মায়া পিছে ফেলে চলে যেতে চাই দূরে,
সে কথা জানবেনা কেহ আর,
তোমার হৃদয়ের খুব কাছে আমার ক্লান্ত আঁখি
শেষ ঘুমে আচ্ছন্ন হতে চায়।
ধূমায়িত শিশিরগুলো ঘিরে থাক আষ্টে পৃষ্ঠে,
ধীরে ধীরে নামবে গহন আঁধার,
হিজলের ফাঁক দিয়ে রাত জাগা পাখি!
বলে যায় তার চোখ গভীর উপলব্ধি।
বসে থাকবো দুজনে নক্ষত্রের নিচে এই রাতে,
চুপে চুপে চাঁদ অস্ত গেলে, নক্ষত্রের আলো।
আজ নেইতো কোনো  পিছুটান,
যে কথাটা বলা হয়নি কোনোদিন
আজ গুছিয়ে সত্যিই বলবো তোমায়!
ভালোবেসে রৌদ্রের গান শোনাবো...
নীলকণ্ঠ পাখির পাখায় সাজিয়ে দেব
হৃদয় নিঃসৃত বাণী!
শত যুগ পরেও তারা জাগাবে তোমায়।
আবেগের কণ্ঠ আজ রুদ্ধ যদি হয়,
কল্পনায় বসিয়ে নিও শূন্যস্থান!