জিয়াগঞ্জ শহর মোর,মায়ের মতো সাথী।
   রোদ্দুরে প্রাণ সিক্ত করে নানান রঙে মাতি।
তিলোত্তমা শহর মাঝে ডানা মেলি আমি।
   শহর আমার গর্ব বুকে পরিপাটি দামী।
পশ্চিমেতে আদর ভরা মা গঙ্গা বহেন।
   তাকে ঘিরে পুষ্ট শহর শীতল সবুজ দেন।
জলের বুকে শোভা মাতে ঝিলিমিলি আলো।
   নীরব রাতে চাঁদের খেলা হৃদয় ছুঁয়ে গেলো।
সন্ধ্যা মাতে গঙ্গা পাড়ে আরতির শিখা।
   ভজন পূজন সিক্ত হৃদে প্রেম ভক্তি লিখা।
ওই পাড়েতে যে বসতি আজিমগঞ্জ নাম।
   এপার ওপার ঈদ দিয়ালী মাতেন রহিম রাম।
এ পারেতে উঠলে রবি অস্ত ছোঁয়  ওপার।
   ওপারেতে ফুটলে ফুল মাতায় দেখি এপার।
এ শহরে জন্ম নিলেন নানান গুণীজন।
   বিশ্ব মাতায় কৃতি তাদের অমূল্য সে ধন।
সব রঙের গয়না দেহে মোর এ মাতৃভূমি।
   ছোট্ট কিন্তু চোখের মণি তব চরণ চুমি।
বারো মাসে ষোলো খুশি ছড়ায় ওলিগলি।
   উৎসবের ঢেউএর উপর দৃঢ় ছন্দে চলি।
রামধনুর তুলির টানে অপরূপ সাজ।
   মায়ের আঁচল ছেয়ে রয় ঐতিহ্য রাজ।
যদি হয় নবজন্ম এই ধরার পরে।
   তোমায় চাই আরবার এই  ধূলা ঘরে।