কলমে আমি অনেক উঁচুতে যাই, রামধনু ছুঁই আকাশ ভেজা নীলে,
   মনের ঠোঁটে স্বপ্ন দেখি ভাসে, মোর চুড়ির কোলাহল যায় মিলে।


হৃদের তারে বেহাগ শুধু হাসে, আমি পরিযায়ী বাসা শুধু কল্পনা
   সাতটি সুরের অসুখ এখন বুকে, পড়ন্ত বেলা করে শুধু জল্পনা।


আমার তুমি দূরে এক মরীচিকা, ধরতে আজ সাধ জাগেনা প্রাণে,
   আমার তোমার পথযে দুইমুখী ছলনাগুলো তিক্ত দহন মনে!


শুকায় মনে চোরা ফল্গুর স্রোত, কঠিন যুদ্ধ চলছে অবিরত...
   কলম বুঝি হৃদের আকাশ ছোঁয়, ঢালের মতো অগ্নি গিলে শত!


মন পাহাড়ে উঠে বিজয় কেতন, শিরার মাঝে দ্বন্দটা কৌতুক!
   ভীষণ ঝড়ে উড়াই জীবন পাল, সুচেতনা বহে মনের সুখ।


গহীন আঁধার জোনাকীর আলো প্রিয়,ঝরা বকুল মুখের পানে চায়!
   সাঁঝ বাতিটাই করে দেউল আলো, নদীর মাথে ঝোড়ো হৃদয় ধায়।