ও দাদুভাই আয়না কাছে মনের কথা কই
   পরশ পাথর তুইযে আমার স্বর্গে  যাবার মই!                                    
তোর হাসির সোনা যখন উপচে পড়ে ধায়
   দুচোখ দিয়ে মনের কোণে জমা হয়ে যায়...
জীবন খানার একটি বাঁকে সঙ্গ তোর পেয়ে,
   গোলমেলে সব বিষয় আশয় হৃদয় ওঠে গেয়ে।
দিনের সূর্য ঢলে গেল রাতের আকাশ চোখে,
   ক্ষুদ্র আলো আঁকড়ে ধরি জোনাকি ভেবে তোকে!
হিঁচড়েছ নিয়ে আসিস তুই  দূরের ছোট্ট বেলা,
   আঙুল তোর জড়িয়ে ছুটি শেষ আলোকের মেলা।
যাকিছু সব ছড়িয়ে গেল জীবন পথের বাঁকে,
   আর খুঁজেনা গহীন,ছ মন, নতুন সূর্য আঁকে!
শান দিই যাই বিবেককখানা ওটা সত্যি খাঁটি,
   বদলাবেনা কোনো কালে অন্যথা সব মাটি।
স্বপ্ন জমির ঝোড়ো হাওয়ায় বাঁধি ধূষর মন
   কতদিন আর পাব বল এমনি মধুক্ষণ...
মূল্যবোধের একটা চাবি ছোট্ট মুঠো পরে,
   দিয়ে গেলাম সঞ্চিত ধন রাখিস যতন করে।
তোর স্পর্শে আজকের সব ভবিষ্যত অতীত
   এক লহমায় নাচছে মনে হাজার রঙা গীত!
আজকে আমি চির যুবা তোকে ঘিড়ে পূর্ণ,
   উপচায় সুখ দৃঢ় ছন্দে আনন্দধারায় ধন্য!
তোর স্পর্শে জরাও সবুজ স্বপ্ন আবার রুই,
   ছেড়ে দিলাম আজ সীমানার বন্ধ্যা চাষের ভুঁই!!