কে গো তুমি ধূলি সিক্ত অনাদি অতীতl
সদা জাগ্রত প্রহরী অনন্তের ভিতl
তুমি কি পাহাড়সম ধ্যানমগ্ন শিলা?
নাকি ওই স্রোতস্বিনী অঙ্গে রৌদ্র খেলাl
এই প্রশ্ন ছুঁড়ে দিই অনন্তের পানেl
পরিচয় কি তোমার কৌতূহল মনে!
রাখো বিস্মৃত কাহিনী দাও নাতো ফাঁকিl
দিবা রাতের সঞ্চয় বুকে ভরে রাখিl


দুঃখ সুখের বোঝাতে ক্লান্ত কভু নওl
রাত জাগা ধ্রুবতারা সূর্য হয়ে রওl
কেমনে সহনশীল হৃদয় উদারl
কর্মযজ্ঞে নেই শ্রান্তি সব নাও ভারl
কান্না হাসি পাপ পুণ্য দুনয়নে বওl
কথা কও একবার মৌন কেন রও?