বৃষ্টি পড়ে ঝমঝমাঝম  ঘ্যাঙর ঘ্যাঙর ডাক,
কোলা ব্যাঙের বিয়ে হবে বাজছে শত ঢাক।


আঁধার রাতে জোনাকিরা  আলোর দীপ জ্বালে...
চম্পা বেলি আতর ছড়ায় বাতাস বহে তালে!


উলু পোকার চচ্চড়ি আর মাছের মধ্যে চ্যাং,
উৎসবের আজ খুশিতে  নাচছে হাজার ব্যাঙ।


সোনা ব্যঙের থ্যাবড়া নাখে সোনার নোলক দুলে,
লম্বা ঠাংএ ঘুঙুরগুলি কেবল বেসুর বলে।


উৎসবের এই খুশির মাঝে ঢুকলো কেউটে সাপ!
ব্যাঙগুলো সব চেঁচিয়ে উঠে বলে বাপরে বাপ।


সাপটা বলে ভয় পাসনা কিচ্ছু আমি করবোনা,
সত্যি করে বলছিরে ভাই মুণ্ডু চেপে ধরবোনা।


একঘেয়েমির জীবনটাযে বৃথা কেবল যায়,
এলাম আমি এ উৎসবে তোদের মাঝে তায়।


ব্যাঙরা ভয়ে জড়সড়  নীরব হয়ে রয়,
ভাবে তারা একি বিপদ বিশ্বাসে হয় ভয়।


দুষ্টু লোকের মিষ্টি কথা ছলের অন্ত নাই,
আসরটাকে করলো মাটি আজ তবে নিশ্চয়।


টোপর পড়া কোলা ব্যাঙ, বললো যখন হেঁকে,
ভয় পেয়োনা আস্থা রাখো, লক্ষ্য করো ওকে।


আমরা যদি জোট বাঁধিতো নেইতো কোনো ভয়,
ক্ষতি মোদের হবেনাতো আছে বুকে প্রত্যয়।


খুশির রাতে সবাই মিলে জমালো সেদিন আসর,
নাগিন নাচে উঠলো মেতে কেউটে হল দোসর।