জোছনাতে আজ ভরেছে আকাশ,
মনেতে লেগেছে দোল...
পলাশের লাল দিগন্ত চুমে,
ককিলের গীতি বোল।
শিরশির করে দখিনা পবন
কচি মুকুলের সনে,
মর্মের মাঝ জাগায় সদায়
গভীর ব্যকুল কোণে।
ফুলের সুবাস বাতাস মাখে
হলুদ চাদর গায়,
দখিন দুয়ারে রঙের বাহার
মন অজানায় ধায়।
গৃহবাসী আজ খুলেছে দুয়ার
জমানো ব্যথা ভুলে,
রামধনু রঙে সাজবে সবাই
জাগবে হৃদয় খুলে!
মৌমাছিরা বাতায়ন কানে
যে কথা আজ ছড়ায়!
মাধবীলতায় স্পন্দন জাগে,
সুখের খবর ভরায়।
নবীন পাতায় সাজে বনবীথি
চঞ্চল নদী কোল,
সবার প্রাণে রাঙায় নেশা
কবিতার কলরোল।।