আসবো আবার আমি এই নিজ ভূমে,
   হিমানী বাতাস বুঝি রাত যায়  চুমে!
জোছনা কেবলি ধায় মন অলি গলি,
   শিউলি ভরালো প্রাণ বিদায়গো চলি...


অপেক্ষা আমিও করি ঠিক পুরো সাল,
   জীবনে আমিও বাই নিজ পথে হাল।
কালের চাকাতে জানি নেই কারো হাত,
   থামেনাতো  এক তিল দাম্ভিক জাত!


অস্তাচলের পথে মোর দুই আঁখি,
   ব্যথা সব করে রব ঢাকা দিয়ে রাখি।
মিলনের আনন্দে সব দিশেহারা,
  আঁচলের সবটুকু দীপ্ত খুশি ভরা।


ছড়িয়ে রয়েছে দুর্গা জীবনের পথে,
   বাঁচার বাতাস খর্ব কোরোনা ওর খাতে।
জননী বা জায়া হয়ে দশ হাতে ওরা,
   ভিন্ন ভিন্ন রূপে আজও আলো করে ধরা।