বিকেলের নরম রোদ মেখে  ক্লান্ত পাখি ঘরে ফেরে।
পাখায় ভরা রয় শেষ বসন্তের পরাগ...
উড়তে উড়তে ছড়িয়ে দিচ্ছিল নিচের পৃথিবীতে,
সেই পরাগে জন্ম  নিচ্ছিল হাজার খুশি...
এক বসন্তে সে যা চয়ন করেছে প্রাণ
তাতে  পুরা রয়  হাজার জীবনে বাঁচার রসদ।
পলাশের আগুন লাগা পথের  আঁচে স্নাত পাখি
হিম পৃথিবীকে মুরিয়ে দিচ্ছিল উষ্ণতার চাদরে,
দখিন দুয়ার দিয়ে ভেসে আসা বসন্ত বায়
তার পাখার  উপর আঁকছিল আলপনা...
সুখের আঁচরে সাজানো পৃথিবীর এ মধুক্ষণ
চিরস্থায়ী হয় রূপকথার তুলিতে!
ব্যর্থ  হওয়া হাজার  জেদী  স্বপ্ন আর মাথা তুলেনা আর,
এ স্থায়ী বসন্ত নীলে  জীবনে টুকরো টুকরো  ছেঁকা
আর বিভ্রান্ত করবেনা আগামী পথ...
নতুন বছরে এটাই দৃঢ় প্রত্যয়।