আলোর পরে জমছে আলো শাখার গায় ফুল,
   জলের উপর খেলছে ঢেউ অথৈ স্বপ্ন কূল...
পলাশ রাঙা মধু রাত কহে রূপ কথা
   জোছনা ছোঁয় দখিনা বায় মন রচে গাঁথা!


মাধবী লতার ঘুঙুর পায় চোখে গাঢ় কাজল,
   নীলছে রঙের শাড়ির আঁচল স্নিগ্ধ অবিরল!
কোন সে বালা আবেশ ছড়ায় ঠোঁটের কোণে হাসি
   এমন সুখের দীপ্ত আলোয় পুলক ঝরে রাশি!


কোকিল কূজন ঝরা পাতা যেন যুগল বন্দী...
   ভাসছে খুশির বাতাসেতে মধু ক্ষণের সন্ধি,
ফুলের পরাগ ফুলের গায় সুবাস ছন্দে গায়,
   ভ্রমর ধায় গুনগুনিয়ে মধুর ধ্বনি ছায়...


ফাগুন খামে ঊষ্ম ছোঁয়া শীত যাবার পালা
   হিমেল হাওয়া ঘোরায় মুখ মৌন বিদায় জ্বালা,
হেম আলোয় আকাশ ভরে লাগে খুশির নেশা
   ডালের বুকে লুকোচুরি  হরিৎ হলুদ মেশা।।