বন্ধুত্ব রাতের সাথে, আমি চৌকিদার।
নিষ্ঠা ভরে দায়িত্বটা  পূর করি তার।
ঘুমায়  রাস্তা শহর, জেগে রই আমি।
তোমাদের প্রাণখানা মোর চেয়ে দামী।
ঘরের পোয়াতী বউ, উত্কণ্ঠায় ভরে।
কভু শেয়াল কুকুর ঘরে এসে পরে!
তবু এই চোখ দিয়ে নিশা গিলে খাই!
মনকে বোঝাই রোজ উপায়তো নাই।


ক্ষুধার আহার চাই, খুকুটার দুধ,
তার সাথে দিতে হয় মনিবের সুদ।
হাঁকছি  গলার জোরে, কেগো জেগে রহো...
আমি আছি এখানেতে ভয় নাহি করো।
মিটি মিটি চায় চাঁদ মোর  মুখ পানে!
কিযে ভাবে একমনে, সেই শুধু জানে!