গুরু মহী গুরু প্রাণ গুরুই মোর অহং,
   সত্য রূপে ভাগ্য নাড়ায় তিনি নিজে স্বয়ং।
সন্ধ্যা তারায় পলক ফেলে হাসি হৃদে ছায়,
   তার চরণে ভক্তি পুস্প মনের হর্ষ ধায়।
এগিয়ে চলার মন্ত্র তার ঋজু ও নিখাদ,
   হোঁচট খেলে ধরেন হাত ছোয়না আঘাত।
গুরু শুধু প্রেরণা নয় জীবন্ত কারিগর,
   নেই স্বার্থ কল্যাণ স্পৃহা হয়না প্রভু পর।
ব্যর্থ রাতে ধ্রুবতারা সম ঝড়ে শক্ত হাল,
   জীবন যবে জ্বরে ভোগে ব্যপ্তে জ্ঞানের জাল।
হাসির আলোয় শান্তি নামে বজ্রতে নির্দেশ...
   দুঃখ যদি হৃদ ছোঁয়  গুরুর মনে রেশ,
আশার সাগর শুভ্র ঢেউ জাগায় নব পার,
   অবান্তর ঐ থিতিয়ে যায় কাটে স্কন্ধ ভার।
সুখ দুখ দ্বন্দ্ব যুদ্ধে অম্বর সম উদার,
   নির্লিপ্ত প্রেমের জ্ঞান জ্যোতি শুভ কামনা তার।
কাদা দিয়ে কভূবা গড়ি হৃদে অসার মূর্তি,
   তাঁর ছোঁয়ায় প্রাণ পায় রয় বাসনা পূর্তি।  
পদ রেখা অনুসরণে চলি অনন্ত কাল,
   পাহাড় সম বাধা সকল করেনাতো বেহাল।
সদগুরুর জয়গানে পাবে পরিত্রাণ,
   আত্মজাগরণ শিক্ষা গুরুর চৈতন্যে দাও শান।