সখা আমায় ডেকে শুধায় কেন করিস দের,
বলি তারে সবে ভোর  সময় আছে ঢের!


আঙিনা মোর হয়নি ধোয়া, শিউলিরা পথ চেয়ে,
দখিন হাওয়ায় পলাশ মনে স্বপ্ন চোখে ছেয়ে...


সে ফেরে রোজ, উদাস নয়ন ঠোঁটের কোণে হাসি,
কঠিন রথের চিহ্ন শুধু হয়যে শুধু বাসি!


বলি তারে দুপুর ওগো শুধু পিপাসায় ভরা,
যাওয়া কিআর হয় বন্ধু কাজের পিছে তাড়া!


রোজ সে হাঁকে, বলে আমায় শেষ করেদে খেলা,
এই খেলাঘর দেয়না কিছুই, যাবে সবই ফেলা!


আমি শুধু গাঁথি মালা, স্বপ্ন পুঁতির থালা...
কেটে যায় প্রহরগুলো নেশার দীপ্ত জ্বালা!


তার আহ্বান পিছে ফেলে মিথ্যে পুঁজি গুছাই,
অন্ধকারকে ঢাকতে বুঝি ঝাড়বাতিটা জ্বালাই...


এমনি করে যায় সে চলে বৃথায় মোরে ডেকে,
ব্যস্ত থাকি  কাজের ছুতোয় তাকে দূরে রেখে।


হঠাৎ সেদিন পড়লো মনে, ডাকেনা সখা আর!
কঠিন  রথের চিহ্নগুলো ম্লান হয়েছে তার...


ঠিকানা তার রাখেনিতো কভু, চোখে গভীর মায়া,
কণ্ঠ তাহার বজ্র কঠিন, বলিষ্ঠ তার কায়া!


নেশা আমার কাটলো যবে মনের অন্ধকার,
হারিয়ে গেছে সখা আমার খোঁজ মেলেনি আর!


তাকে পেলে আর দেরী নয় বলতাম জোড় করে,
দাওনা আমায়  একটুকু ঠাঁই, তোমার রথের পরে।


সারা দিনের ক্লান্তি আমার, চোখ দুটিতে ছায়!
শান্তি খুঁজতে তার রথে আজ, মনযে শুধু ধায়...