মোম্বাসা এক ছোট্ট শহর, হতভাগ্য কিৎসোর,
  সংসারে তার অভাব বড় চিন্তা ঘনায় ঘোর।
গত বছর খুন হয়েছ অসহায় তার স্বামী,
  আট সন্তান রেখে গেলেন নয়তো তারা নামী!


মা কিৎসোর কাজ করতো অন্য লোকের বাড়ি,
  কোনো রকমে চলতো পেট ভালো কিছুতে আড়ি!
লক ডাউনের প্রভাব বলে কাজটি গেছে তার,
  কেমনে আজ পালন করে গুরু দায়িত্ব ভার...


বাছারা তার প্রতীক্ষা করে, হবে রান্না শেষ,
  আর সহেনা জ্বলছে যে পেট, রাততো হলো বেশ,
মা জানেযে চাল বাড়ন্ত হবে কি উপায়?
  চালের বদলে ফুটছে নুড়ি, কেমনে রাত যায়...


মা শুধু চায় নামুক ঘুম, তার বাছাদের চোখে।
  প্রশ্ন ভয়ে কম্পিত মা, চিন্তা ঘনায় শোকে।
আসবে কবে নতুন সকাল দুঃখ যাবে ধুয়ে,
  নতুন সূর্য ঘুচাবে আঁধার সুখটা রবে ছুঁয়ে।


বাছাদের চিৎকারেতে নীরব নিশি জাগে,
  মা বসে রয় অশ্রু বয়, শুধু দোয়া মাগে!
প্রিস্কা হয়ে এলেন তিনি প্রতিবেশী মুখ...
  জানিয়ে দিলেন সবার তরে তাদের ঘরের দুখ।




লক ডাউনে কেনিয়ার এক পরিবারের কথা।