সবুজ বুঝি মুছে গেছে তবুও মনে সবুজ।
   তাইতো মোরা বাঁধন হারা  সত্যি যেন অবুঝ।
জীবনের এই হিসেব খাতায় কিছু মধুক্ষণ।
   এত যুগের পরেও কেন উতলা করে মন।
পাগল হয় তোদের মুখ একটু দেখার তরে।
   কবে আছি কিংবা নেই ভবের খেলা ঘরে।
যখন আমি রইব না আর চেনা পথের পরে।
   স্মৃতির ঘষা ফ্রেমের মাঝে তোদের হৃদের ঘরে।
বেহিসাবী ক্ষণিক  ঝড়ে এলোমেলো দিশা।
   হারাবো রোজ নিজ কক্ষে কাটবে দীর্ঘ নিশা।
শুভেচ্ছা আজ জানিয়ে যাব যদিনা হয় দেখা।
   দুঃখের মাঝেও আনন্দে হোক তোদের ললাট লিখা।
এত পথ চলার শেষে  ক্লান্তি ছাইবে যবে।
   মধুর স্মৃতি সেলগুলোতে চার্চ দিতে রবে।
সবার কথা আজকে খুব লিখতে ইচ্ছে করে।
   রঙিন আবীর ভিতর বাহির  ভালোবাসার জ্বরে।
কাক ভোরের বন্ধু  কেউ   কিংবা চলার পথে।
   সবার তরে একই বার্তা আয় চলি  পথ সাথে।
আষাঢ় শ্রাবণ পিছল করুক বিভ্রান্ত কভূ নই।
   ছড়িয়ে দিই ফাগুন হাওয়ায় আনন্দেরই খই।
সময় এখন শেষের পানে লং ড্রাইভে চল।
   এলো মেলো বাঁধন হারা খুশি ছলাৎ ছল।।