ফিরছি আমি পতি আলয় হতে,
  হবেনা দের আছি মাগো পথে
অনেক দিনতো দেখিনি তোমায়।
  সংসারের ছুটি মেলেনি হায়!
সেই কবে ছেড়ে এসেছি গাঁ...
  তুমি এখন কেমন আছো মা?
কেমন আছে আমার চাঁপা বোন?
  উথাল পাথাল করে আমার মন।
বলবোনা আজ দেখবো চোখ ভরে
  ধন্য হব সেথায় গেলে পড়ে।
পুঁটুলীতে জিনিষ আছে প্রচুর।
  দামী মধুর আগমণী সুর।
তোমায় দেবো ছোট্ট উপহার,
  ছড়ায়নাকো যত্ন রেখো তার।
পুঁটুলীতে আছে সোনা রোদ!
  তারায় ভরা আকাশটা খোদ!
কাশের ফুলেে মেতে ওঠা চাঁদ...
  দেব তোমায় ছিল মনে স্বাদ।
মনের খুশি তারায় দিও লিখে,
  রৌদ্রের রং হয়না যেন ফিকে!
সবার চেয়ে তুমি খুশি থেকো।
  দুঃখগুলো দূরে ঠেলে রেখো ।
অপেক্ষাতে আমার গোটা গাঁ।
  সবার তরে আমি আসছি মা।