ধূসর বালুকা পথে জীবন আমার,
তাপিত রাঙান দিন হয়ে যায় পার।
বুকে সাদা স্রোত বহে, কাঁটা ভরা দেহ,
নইতো আপন কারো বুঝে নাতো কেহ।
ভোরের শিশির শুধু সিক্ত করে ছুঁয়ে,
শুকায় জীবন তার ভালোবাসা রুয়ে।
রাতের সোনালী চাঁদ রূপ কথা আঁকে,
ভেজায় জীবন মোর আঁধারের বাঁকে।


ধুলা ঝড়ে ঢেকে যায় জীবন আমার,
বুঝি এই হলো শেষ পরাজয় ভার।
সবুজ মলিন হয় যন্ত্রণার ঘায়,
ফের আমি উঁকি মারি তপ্ত হাওয়ায়।
বিষাক্ত জীবন হেথা রোজ খুঁজি পথ,
এই বুঝি এলো দ্বারে দেবতার রথ!