আফগান তার আপন দেশ জন্ম কর্মভূমি,
সাংবাদিকতা পেশা ছিল নির্ভীক যে তুমি।
স্বাধীনতা হলো নত বর্গী দেশে এলো!
মনুষ্যত্ব ছুড়লো ভূমে জীবন এলোমেলো।


দস্যু করে নিজের শাসন অগ্নি রক্ত চোখ,
মাতৃভূমি ছাড়লো ও এমনি দুর্ভোগ।
দুচোখ দিয়ে বহে ধারা উড়ান গেল উড়ে...
উজাড় হয়ে গেল আপন পাঁজরখানা পুড়ে!


কাবুলিয়ালার নিজের মিনু বিদেশ ভুঁইএ কাঁদে,
আকাশ ছোঁয়া স্বপ্নগুলো পড়লো গভীর খাদে!
আপন বাতাস কাড়লো ওরা পালাতে পথে ক্লান্ত,
নিমেষ ফেলতে পরিচয়হীন শরণার্থী পান্থ!


তুলে ছিল লেখনিতে দুর্দশা দুর্ভোগ,
দেশ কাঁদে মানুষ মরে মাথা কুটে শোক!
দস্যু দাপায় মুক্ত খর্গে থেতলে রাখে মাথা,
শিশু বুড়ো পায়না রেহাত ঘুরে মৃত্যু যাঁতা!


রোষে পড়লো তার নাম পালায় নিয়ে প্রাণ,
পিছনে সব ফেলে দিল ছেলেবেলার গান!
পড়ে রইলো আপন মা, দূরে রইলো স্বজন,
বিদেশ ভুঁই হয় কি আপন মনযে উচাটন!


আফগানি এ সাংবাদিক লেখে পীড়ন গাঁথা,
ওয়াহিদা ফইজিকে সে ঘিরছে আঁধার ব্যথা।
নতুন সূর্য উঠবে সেথায় বিশ্ব দোয়া করে...
পরধীনতার শৃঙ্খল ঠিক ভাঙবে নতুন ভোরে!