কেগো পথিক একা চলো
    গাঁয়ের মেঠো পথে?
হেসে ওদের বলেছিলাম
    নিবি তোদের সাথে?


চলে গেল ক্ষণিক হেসে
    চেয়ে মোর পানে,
পথ অচেনা আমি অচেনা
    চলি নিজের মনেl


ঘরের থেকে কিছুটা সময়
     নিয়ে ছিলাম ধার,
বলেছিলাম যাচ্ছি সুদূর
    পলাশ গাঁয়ের পারl


সেই কথাটা 'কেগো পথিক'
    দাগ কাটলো প্রাণে!
কে আমি ,ঠিকানা কোথায়
    নাড়ে গভীর মনেl


কারো সন্তান  কারো মাতা
    কারো পত্নী বটে,
সম্পর্কখানার কার্ডে আজ
    মন ভরেনা মোটেl


যেতে হবে সুদূর পারে
    জীবন নদী বেয়ে!
সম্পর্ক বাঁধনো ফ্রেমের ছবি
    ধূলায় যাবে রয়ে!


খোলা জানালার দূর আকাশে
    প্রশ্ন করি মনে,
অস্তমিত সূর্য বুঝি
    মোর পরিচয় জানে!

চাঁদের সাথেও গহন রাতে
    কথা মোর হয়!
শুধাবো তারে মোর পরিচয়
    জানবে সে নিশ্চয়!


দখিন বাতাস দুবেলা মোর
    নিয়ে যায় খোঁজ!
হয়তো  জানে কে আমি
    আসে দাওয়ায় রোজ!


যত্ন করে সাজিয়ে ছিলাম
    হাজার ফুলে জমি,
চম্পা চামেলী জানে বুঝি
    তাদের কে আমি!


ওদের ছুড়া প্রশ্নখানা
    দিচ্ছে মনকে নাড়া!
তোলপাড় হয় মনের গভীর
     হলাম পাগল পারাl


ঘরে এসে  শুধায় আমি
    ছুট্টে আসে মেয়ে,
বলি তাকে কে আমিরে
    কৌতূহল ভরে নিয়েl


গলাখানি জড়িয়ে বলে
    বুঝি কিচ্ছু জানোনা,
তুমি স্নেহের জোছনা মাখা
    আমার সোনা মাl


উত্তরখানা অতি সহজে
    বুঝিয়ে দিয়ে যায়,
প্রশান্তিখানা মন গভীরে
     দ্বন্দগুলো ভুলায়l