শিমূল পলাশ কৃষ্ণচূড়া কুঁড়িতে ঝরে গেছে,
   বসন্তটা লুকিয়ে পালায় আসেনি আর কাছে!


দেখা বুঝি হয়নি কভু আবির রাঙা প্রাত,
   উপড়ে নেয় শিকড় তাদের কালো বুভুক্ষা রাত।

ঝরা পাতা বিছিয়ে কাঁদে ওদের হারার পথে,
   রিক্ত তারার ক্ষণিক আলো ছিল যাবার সাথে!


নদীর বুঝি শঙ্কা  কাঁপে উথাল পাথাল ব্যথা...
   কোন উদাসী কবি লেখে তাদের নেভার কথা !


মায়ের আঁচল ভেজে শুধু বাক্যহীন চোখ,
   খেলার পুতুল লুটিয়ে কাঁদে বহে তিক্ত শোক!


বসন্ত খুশি ধরেনা হাত শুধুই প্রহসন,
   আকাশ বাতাস রঙে তবু স্তব্ধ মধু ক্ষণ!