শরতের সোনা রোদ সকলের রবে।
কৃপণতা নেই তার গরীবের ঘরে।
সাদা মেঘ পাড়ি দেয় অজানার দেশে।
কাজ তার হয় শেষ যায় তারা ভেসে।
উৎসব আসবে যাবে ঋতু ঘোরে সাথে।
দুখ বুঝি যায় নাতো অভাবের পাতে।
শুধু এক জামা চায় ছেলে নেয় পিছু।
ক্ষয়রোগী পিতা তার পারে নাতো কিছু।


আধো আলো ছায়া ভরা বস্তির মানুষ।
দূর হতে চেয়ে দেখে রঙ ভরা ফানুষ।
ও উৎসব তুমি কার,করো পক্ষপাত।
দেখো ঐ কাঁদে শিশু ঘরে নেই ভাত।
রাত বুঝি নিবে যায় আলোর ছোঁয়ায়।
দিনগুলো ভরে তারা দুখের ধোঁয়ায়।