সোনামনি হাঁটা শেখে সারা বাড়ি ব্যস্তl
লাল জুতো লাল জামা জেদ খানা মস্তl
কান্না তার জুড়ে দিলে সামলানো কষ্টl
রাগে সব ছুঁড়ে ফেলে ভেঙে করে নষ্টl
বাবা কন আদরেতে এক কন্যা মোরl
এনে দেব সব খুশি যা লাগবে তোরl
তোর পথে দেব আমি ঝলমলে আলোl
আঁধার ছুঁবেনা তোকে দূর হবে কালোl


তারপর একদিন হয়ে গেল বিয়েl
বাড়ি তার অসহায় স্মৃতি বুকে নিয়েl
বাবা তার জানে নাতো দিল কার ঘরেl
মানাতে পারেনি তাকে নির্যাতিত করেl
একদিন খুব ভোরে ফোন এলো ঘরেl
আদরের সোনামনি গেছে পুড়ে মরেl





আমার এক বন্ধু ছিল, নাম পুতুল।সে আর নেই, ঘটনাটা তার সঙ্গে মিলে যায় ।
আমি তাকেই উৎসর্গ করলাম কবিতাটি।