প্রেম ছিল আঁধারেতে পলি চাপা গায়।
ছিলনা কভু অঙ্কুর নীরবেতে রয়।
একদা বাদল মেঘ ঝরঝর ধারে।
দিল সজীবতা তারে  ডালপালা ভারে।
কালো মেঘ এসে দ্বারে যখন দাঁড়ায়।
দুই কূলে ভাসে প্রেম খুশিতে হারায়
বলে প্রেম চোখে তোর ছুঁয়ে  দেখি আমি।
কত সুধা বুকে তোর প্রেম কতো দামি।


মেঘ বলে বুকে মোর রাশি রাশি জল।
আর আছে বুক ভরা প্রেম শতদল।
যাযাবর হয়ে আমি ঘুরেছি অনন্ত।
তুই মোর জেগে থাকা একশো বসন্ত।
প্রেম বলে চোখে তোর কহিনুর মণি।
বুকে ভরে দেব আমি প্রেম ভরা খনি।