আঁধার দূরে চলে যা নেই হেথা ঠাঁই।
ভীষণ তীক্ষ্ণ দন্তটা দেখতে না চাই।
শত মৃত্যু নিশ্চুপতা ভয়ঙ্কর হিম।
চূর্ণ করে হৃদপিণ্ড পাথরে আদিম।
তার প্রতি পদতলে নেই সজীবতা।
শুষ্ক রিক্ত সুকঠিন রুক্ষ মরুলতা।
শকুন আর শেয়াল আঁধার মাঝারে।
বন্য আদিমতা ভরা শবেদের হাড়ে।


পরাশ্রয়ী সুখ সম ভরায় উদর।
সব লণ্ড ভণ্ড করা দাঁতালো শূকর।
মন আঁধারের চাঁদ  চিতার দহন।
ভয়োলিনের মুর্ছনা কাঁদায় এ মন।
ভাঙা এ তানপুরার স্বপ্ন ভঙ্গতায়।
চাই এক রৌদ্র রাত আর কিছু নয়।