নদী জলে দাঁড়িয়েছে, ভেসে লাশ পারে,
অষ্টাদশী মনে হয়, ছিল কার ঘরে?
প্রভাতের পাখি গুলো আজতো গায়নি।
বাতাস কাতর শোকে খুশিতে ধায়নি।
কার মণি জলে ভাসে, দুঃখে নদী বক্ষ।
কার কোল হলো খালি, ছিল কার সখ্য।
চোখ দুটো মুদে আছে ভীষণ ব্যথায়।
প্রভাত কিরণ শোকে মুখেতে ভরায়।


নদীতে পূজার ফুল, ঘিরে তার লয়।
মায়ার বাঁধন তার, দৃঢ় হয়ে রয়।
নিরুপায় ঢেউগুলি ভাঙে চারধারে।
তাহাদের মন বুঝি, মাথা কুটে মরে।
আসমুদ্র বলে ওঠে, খুঁজো চারধারে।
ঠিকানা আকাশ তুমি, বলে দাও তারে।