সেই যখন নতুন নতুন
   পদ্য আমি লিখতাম,
তোর নামটা যত্ন করে
   তার মধ্যে রাখতাম।


মিষ্টি কথার বান ডেকে
   ভাসিয়ে দিতিস মন,
ক’খানা ঢেউ  রেখেছিলাম
   মনের গুপ্তধন।


জানিনাতো ঢেউএর ঘায়ে
   ভেসে যাবে ঘর,
বুঝিনি ঘর বালির ছিল
   হলাম মোরা পর।


বিষের বাঁশি বাজিয়েছিলি
   বুঝিনিতো হায়,
দংশনে মন গভীর ক্ষত
   আজও বেঁচে গায়।


চলে যাওয়া তোর বুঝি
   অনেক দিন হবে,
তোকে ঘিরে পদ্যগুলো
   খাতায় শুয়ে রবে।


জাগাইনাতো আর সেগুলো
   কষ্ট বুঝি হয়,
কিজানি হবে রক্ত ক্ষরণ
   মনে খুব ভয়।


কষ্টগুলো ভাগ করে
   তারার চোখে দিলাম,
জানি কভু হারাবেনা
   নিশ্চিত আমি ছিলাম।


আর কটাদিন বাকি শুধু
   পিছন ফিরে নয়,
এগিয়ে যাই নতুন মাঝে
   নতুন খুশি বয়।


নিখিলের আজ অমৃতবাণী
   আঁচল ভরে রয়,
আজ নেই  হারাবার কোনো
   কিছু দংশানোর ভয়।


জীবন তরীর মাঝে এখন
   নতুন হাওয়ায় পাল,
ভাসিয়ে নিয়ে চলে মোরে
   দূরে হাজার সাল।