তোমার চোখে আগুন, কবে নিভে গেছে।
তোমার দৃঢ় প্রত্যয়, পথে হারিয়েছে।
প্রেম রাঙা মধূ ঋতু খুঁজে নাহি পাই।
বকুল বাতাস সাথে কান্না ঝরে তাই।
আকাশে শ্রাবণ মেঘ ঘিরেছে আঁধারে।
বরষণ ধারা গুলো পায়ে এসে হারে।
সম্পর্কের বাঁধ খানা, ক্ষয় বুঝি তাতে।
আগলে বসিনা আর, আঁধারের রাতে।


পলাশের লাল হাসি, ভুলায়না মোরে।
জোছনা আসেনা আর, দুয়ারের পারে।
বসন্তর সুখ পাখি, ভেসে গেছে দূরে।
রাতের প্রহর গনা চোখ ক্লান্তি ভরে।
দিকভ্রষ্ট হয়ে গেছে, সমুদ্রে নাবিক।
মিলবেনা পথ আর, দুজনের ঠিক।