নিশুতি রাতে চাঁদের আলোয়
    জোছনাগুলো কুড়ায়!
ঠিক যেন আমার মতো
    নিজেকে ও ভরায়!


একা একা পথের পরে
   কাকে খুঁজে বেড়ায়!
রোজ আমি দূর হতে
   সেটাই ভাবি তাই।


শরীর থেকে মুছে গেছে
   সবুজ রঙের বাহার!
মনে হয় চোখ নেই
   কোটর জ্বলছে তার!


দেখেছিলাম ঘরের মাঝে
    বসন্ত ছিল হাজার।
ফুলে ফলে ভরা ছিল
   তার সাধের সংসার।


দেওয়ালি উঠতো সেজে
   দীপ জ্বালিয়ে হাজার,
দিনগুলো সব রঙের খেলায়
   হয়ে যেত পার।


টুকরো টুকরো সুখ দুঃখ
   মান অভিমান নিয়ে,
বেশ ভাসতো জীবন তার
   রঙিন ফাগুন দিয়ে।


সম্পর্কর দৃঢ় বাঁধন
   ছিল তার গায়,
জল ঢেলে সবুজ করতো
   জীবনের দুবেলায়।
  


পার করে জীবন পথে
   অনেকগুলো ঋতু,
রৌদ্র বৃষ্টি উজান পথে
   ছিলনা সে ভীতু।


একদা এক ঝড়ের ঘায়ে
   সব হারিয়ে গেল,
তছনছ হলো সংসার
   কঠিন আঘাত এলো।


ঝরে গেল সবুজ সমস্ত
   জীবন পথের শেষে,
দাঁড়িয়ে এখন অস্তিত্বটুকু
  বাকিটা গেছে ভেসে।


ঝরা ঋতু ঝরালো সবুজ
   কঙ্কালসার দেহ,
আমার মতোই পর্ণমোচী
   বুঝবে তাকে কেহ?