ভারতের মাটি বায়ু, লহগো প্রণাম।
প্রতি শিরা ধমনীতে, তব জয়গান।
বিচিত্র রূপের মাঝে, তুমিগো রূপসী!
সত্য সুন্দরের বাণী, শান্তির শ্রেয়সী!
নানান ধর্মকে তুমি,  বুকে তুলে লও।
সবার আগে মানুষ, চির সত্য বও।
তোমার উপমা তুমি, নেই কোনো দ্বিধা।
স্বর্গ সুখ, ন্যায় মন্ত্র,  আঁচলেতে  বাঁধা।


তোমার ধূলিতে যেন, জন্মাই আবার!
শত জন্ম হোক মোর, চরণে তোমার।
ঋণী মোরা তোমা কাছে, প্রাণ দিতে রাজি।
শক্ত করে ধরি হাল, তুফানেতে আজি।
বাঁচবো তোমার বুকে, অথবা মরণ।
শেষেও তোমাকে যেন করিগো স্মরণ।