অসহিষ্ণুতার শাখাপ্রশাখা লোভের কাণ্ডে গড়া l
বীষের নীল ফল ধরেছে বাতাস বারুদে ভরা l


মূল্যবোধের বিচারগুলো গভীর  ভাবে ক্ষত l
ঝড়ে পড়ছে রক্ত সেথায় বইছে অবিরত l


মৃত্যু মিছিল জড়ায় পায়ে  হিংসার পতাকা ওড়ে l
অসহায় মানুষ যাঁতাকলে পিষ্ট হয়ে মরে l


ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিশোধ নিয়ে শাসন করবে নেতা l
শান্তির পতাকা নামিয়ে রেখে পার পাবেকি সেথা ?


হিসেব চাইছি দেবে শোষক কি দিলে সমাজটাকে ?
রাখবে যা কিছু ভরাবে সেটা তোমার  প্রজন্মকে l


বারুদ রাখলে ছাই করবে ভবিষ্যত সংকটের পথে l
তোমার ছোঁড়া নৈরাজ্যের তীরে ভরবে হাজার ক্ষতে l


কোটি মানুষের ক্ষীদের বিনিময়ে নিজের উদর ভরাও l
উদরের মাপ কতটা মেপো  মানুষের শান্তি খাও l


সংশোধনে পবিত্র হয়ে ন্যায়ের শিখা জ্বালাও l
সমাজ সংস্কারক হয়ে তুমি সদায় পা বাড়াও l


অথবা যদি হও নরখাদক ক্ষিপ্ত হিংস্র মানবিকতা l
কোটি হৃদয়ের জমানো বারুদে ছাই হবে অনৈতিকতা l


রুক্ষ শুষ্ক জীর্ণ সমাজ অবশেষে ঘুড়ে দাঁড়াবেই  l
বঞ্চিত সমাজের তুষের অনলে মাটি তোমরা হারাবেই ll