বনলতা সেন আজ বলো কোথায় তোমার ঘর ?
কোন মুলুকের শেষে অথবা কোন অজানা প্রান্তর !
সেথায় কি ক্ষেত জুড়ে প্রেমের সোনা ফলে !
কালো মেঘে ঝিরঝিরিয়ে  প্রেম মুক্ত ঝরে !


হারিয়ে যাওয়া তুমিতো পথিক এসেছিলে  নীরবে l
শতাব্দী হতে শতাব্দী যায় আরকি দেখা হবে ?
খুঁজবো তোমায় চিরদিন ধরে ক্লান্ত হবেনা মন !
বনলতাকে খুঁজতেই হবে জীবনের প্রতিটি ক্ষণ !


সমুদ্রের প্রতি ঢেউএর মাথায় তোমার নাম লেখা !
ঝিনুকের প্রতিটি খোলার মাঝে তোমার প্রেম রাখা !
শ্রাবস্তীর কারুকার্যে ভরা পৃথিবীর সেরা সুন্দরী !
অথবা কোনো রুপকথারই এক শান্তি সাদা পরী l


ধানসিড়িটির নদীর পাড়ে কবিতার খাতা মেলে ,
কবি ঐ ভাবনার চোখে তোমায় খুঁজে ফেলে !
আসলে তুমি প্রেম  প্রতীক প্রতিটি নাড়ীর মনে l
জননী ভগিনী পত্নী নাড়ী সম্বন্ধর  প্রতি কোণে l


বনলতা মানে প্রেম বন্যা বনলতা মানে সবুজ l
পেতে তোমায় পাগল হৃদয় মন হয় অবুঝ !
বনলতা মনে  সাতটি রং মন আকাশে ঝরে l
বনলতা মানে শান্তির ভাষায় পৃথিবী যায় ভরে l