অণু কবিতা   ১


বাঁধা থাকে নদীর ঘাটে এক ছোটো তরী ,
টিকিট পেলে যেতেই হবে সইবে নাতো দেরি l
নৌকাখানি ভিড়বে কোথায়  কেউ তাহা জানেনা ,
কোন মুলুকের প্রান্তর পারে কোন অচেনা গাঁ l


অণু কবিতা    ২
কেন বসে জীবনভর যুদ্ধে জীবন ভরো,
বাসনা আর কামনা নিয়ে সুখের স্বর্গ গড়ো l
এক পলকেই পর হবেযে যাদের ভাবছো আপন ,
চিতার উপর মিলিয়ে যাবে যেমন মিলায় স্বপন l


অণু কবিতা    ৩
মানুষ চেনা বড়ই কঠিন হয় শতেক ভুল ,
বিশ্বাসখানা হারায় যখন হৃদয় তখন ব্যাকুল l
বিশ্বাস বিহীন সম্পর্কখানা মৃত মমির মতন ,
যতই তাকে যতন করো হয়না আগের মতন l


অণু কবিতা    ৪
লাল সূর্য রোজ সকালে বলে সবার মনে ,
নানা  রংএ সাজি দিনে সাজো আমার সনে l
সাজতে সাজতে জীবনভর পার হয়ে যায় ,
জীবনখানা তারই মতন ঘন কালোয় মিলায় l


অণু কবিতা    ৫
দেবীর পায়ে প্রত্যাশা সব অঞ্জলিতে ঝরে ,
চাওয়া পাওয়ার তালিকাখানা মনে মনে পরে l
সন্তান যার একমাত্র যুদ্ধে শহিদ হলো ,
বলনা মা সেই বিধবা কি আশীর্বাদ পেলো ?