ও মা এসে গেছি আমি...
এমন উতলা হয়ে কোথায় খুঁজছো তুমি?
তোমার ঔরসে আছি পরম নিশ্চিন্তে!
আমি তোমার মেয়ে সন্তান এলাম পৃথিবীতে...
আমিতো সূর্য আলোক দেখতে চাই!
তোমাদের দুয়ারে এসেছি তাই
বাবাকে বলবে আমি মেয়ে সন্তান।
তোমারা কভু কোরোনাকো অভিমান।
এই ঘরেযে বসন্ত কোকিল আমি...
তোমাদের একান্ত আপন এবং দামী
তোমার স্বপ্নের পথ বেয়ে বাস্তবে আজ,
তোমার দেহ মন জুড়ে করছি রাজ...
জাগিও আমায় আলো বাতাসে  এ ঘরে,
মনের প্রতি কোণ  সুগন্ধে দেব ভরে!
আমি প্রজাপতি হাজার রঙের বাহার!
কখনো ত্রিশূলধারিণী, কিংবা
সমাজসংস্কারক  নিই সমাজের ভার।


যবে স্বর্গ মর্ত্য  ত্রাহি ত্রাহি ডাক ছাড়ে,
জন্ম নিই দুর্গা রূপে ঘরে...
জগতে প্রতি ঘরের মানুষ শোনো,
সৃষ্টির কারিগর নারী,পরম সত্য জেনো!
নারীকে নিয়েই সমাজ,মোরা জীবন পথের  আলো,
জাগো মনের অন্ধ দুয়ার খোলো।
আমারই হাত ধরে আসে সভ্যতার সূর্যদয়!
আমি আদি আমিই অনন্ত সৃষ্টি অথবা প্রলয়...
বিধাতা আমিতো,ঘোর আঁধার নিশা!
আমিই শেখাই চলতে পথে,ধরতে আলোর দিশা।
ছেড়ে যাই না কখনো মাগো,শক্ত হাতে ধরি হাল,
যখন জীবন স্রোতে ভাঙে তরী অথবা ছেঁড়ে পাল!
প্রতিক্ষণে বিপদে আপদে ধরে থাকি  ধৈর্য্য,
অবহেলাগুলোতে যখন হারি হয়না তখন সহ্য।
তুমিতো মা তুমিই নারী বুঝবে আমার কথা।
উপড়ে ফেলোনা অস্তিত্ব মোর পাবোযে গভীর ব্যথা।।