পলাশ ফুলের রাঙা হাসি ছড়ায় দিগন্ত জুড়েl
কোকিল শুধু অকারণে  ডেকে বাতাস ভরেl
সাজি ভরে কুড়িয়ে ছিলাম প্রেমের শত ফুলl
অঞ্জলি মোর হয়নি দেওয়া হয়ে ছিল ভুলl
বসন্তর ওই হলুদ পবন  মন হারিয়ে যায়l
ফেলে আসা রঙিন সুখ মনকে শুধু ভরায়l
বসন্ত মানে  নতুন আমিতে মাতাল হৃদপিণ্ডl
নতুন ছন্দ  নতুন বাণী চাঁদের আধা খণ্ডl
বকুল শাখায় ভিড় করেছে মৌমাছিদের মেলাl
দখিন গান গুনগুনিয়ে ভরায় সারা বেলাl
বয়ে গেল হাজার বসন্ত শুকনো ঝড়া পাতাl
ঝড়া পাতায় খুঁজছে হৃদয় হারানো বিরহ কথাl
মাতাল বাতাসে দোল খায় অতীত স্মৃতির খাতাl
কুড়ির বসন্ত লুকানো যত্নে কভূ সে তুলে মাথাl
চোখের কোণে ধরা দিয়ে  চলে সেতো যায়l
কেউ পাবেনা তার নাগাল যেন আমারই রয়!
যত্নে প্রেম রাখা আজো নীল জোছনায় মুড়ে!
নীরব তারার নিচে রাখা আঁধার কবর পরে!
স্মৃতিগুলো পাহারাদার বেড়ায় তাকে ঘিরেl
হীমের মতো বুকের তলে জাগে ফিরে ফিরেl
স্মৃতির সাথে জড়িয়ে আসে সারা দিনের ক্লান্তিl
রাতের কালো নয়তো দেরি নামবে স্বর্গ শান্তিl