সত্যের কথা বলে ধর্ম
  ঈশ্বরের দূত সত্য,
ছড়ায় তারা ঐক্যের বাণী
  শ্রদ্ধা অহরহ নিত্য।


মানুষি বিষায় আলো বায়ু
  সাম্যকে করে আঘাত,
কলঙ্কিত করে দেশ সভ্যতা
  ক্ষয়ে প্রতি প্রভাত।


অন্তরের ঐ বিদ্বেষ বিষ
  কয়লার চেয়ে কালো,
ভয়ঙ্কর রূপ বিস্ফোরণের
  শুন্যতা ভরে দিলো।


তবু হাত ধরে জাগো সবাই
  বুকেতে রবে প্রত্যাশা,
কেটে যাবে সব কুজ্ঝটিকা
  থাকবেনাকো হতাশা!


ছোট্ট চারাতে জলের সাথে
  দিও সাম্যের বায়ু,
মহীরুহ হয়ে উঠবে যবে
  শান্তিতে বাড়াবে আয়ু!


পরম পিতার সন্তান মোরা
  পবিত্র জন্ম লগন,
ধীরে ধীরে মানুষ রূপে
  প্রেমেতে হউক মগন!


নর খাদক যদিবা হও
  ত্যাজ্য করিবে জাতি
আঁধার মনের প্রতি কোণে
  নিভবে সন্ধ্যাবাতি।


সমাজে আজো বইছে জেনো
  সেই মানুষের ধারা,
লোভের দাঁত উপড়ে ফেলবে
  হাতে কঠিন খাঁড়া।


নিজের জীবন বাজি রাখে
  দিওগো তাদের সাথ,
লোভ লালসা পায়ের ভৃত্য
  তাদের প্রণিপাত।


জেতেনা কভু ধরা ধামে
  দুষ্ট মহা পাতক,
অধর্মের শেষ হবে পরাজয়
  জাতির নষ্ট ঘাতক।