ঘরের তাপ সমান রয় আরামে আমি রই
   বাইরে গেলেই কষ্ট বাড়ে মুখ বুজে তাই সই।
ভোটের তরে এদিক ওদিক  উড়াই কথার খই
   সাম্য নিয়ে ভাবে যারা তার  দলে তো নই ।    


হাজার কিমি এক ঘন্টায় যখন তখন পার
   সময় আমার মূল্যবান কাউকে ধারিনা ধার,
আয়েসে মোর জীবন চলে সহজে মানিনা হার
   সাম্য গিলে খায় যে বোকা স্বভাব তার!


বিদেশ যাই  রাখতে নোট বুকের ভয় অতি
   দেশের পুঁজি বিদেশে যাক ভাবিনা দেশের ক্ষতি,
আমার টিকি টের পাবেনা আমি মহা রথী।
   সাম্য নিয়ে ভাবে ওদের জীবনে নেই গতি।


ভোটের সময় নোট উড়াই বাড়তি ভাঁড় ঘরে
   মিথ্যেগুলো মুখস্ত করি ভুলে যাবার তরে।
রিক্সায় উঠে করিনা দর বদনাম হয় পরে,
   সাম্য নিয়ে বাঁচেন যারা তারা ভোগেন জ্বরে।


আমজনতার প্রফাইলেতে  নজর রাখি কড়া,
   অনুদানের ভাগের লোভে জিবটা জলে ভরা।
ছলে বলে সত্যি তারে  মুরগি বানাই ত্বরা,
   সময় নষ্ট করে শুধু সাম্য গায় যারা!


সাম্যের গান গেওনা কবি বড্ড পুরা গড়ন
   এখন শুধু দুর্নীতি ছায় পাল্টে গেছে ধরন।
ভিক্ষা দেবো চাকরী কই পুঁথির মূল্য হরণ...
   চা কিংবা ভাজো বড়া শিক্ষার হোক মরণ!!