শান্তি বার্তা শুনবে পৃথিবী যুদ্ধে কভু নেই সমাধান
যুদ্ধ যেনো শেষ কথা নয়  সভ্যতা হয় শুধু খান খান
শান্তির কথা শোনাও পৃথিবীকে দাঙ্গা ক্ষয় রক্ত নয়
সভ্যতাকে তোলো মাথার পরে মানুষের শুধু হউক জয়
বিদ্বেষ ভুলে হাতে হাত রাখো স্বার্থান্বেষী করোগো ত্যাগ
আজ বাদে কাল চলে যাবে তোমার পাপের হবেনাতো ভাগ
দুঃখী পিড়িতর হও তুমি বল হৃদয় লও খুশিতে ভরে
সুস্থ সমাজ করবে সৃষ্টি, শান্তির বৃষ্টি পরুবে ঝরে
সমাজের দুই পথের পাশে যা আজ ফেলে চলে যাবে
কাল তোমারই উত্তরাধিকার দেবে হামাগুড়ি বড় হবে
যদি রাখো অহিংস পথ হববেনা তাদের কিছুতো ক্ষয়
রাখো যদি কাঁটাভরা ভূমি হবেযে তারা রক্তময়
সমাজ গড়তে হও হাতিয়ার প্রতিরোধ হবে দুঃশাসন
সত্যেরে লেখো প্রাণ দিয়ে সত্যেরে বাঁচাও প্রতিক্ষণ
উৎপীড়িতের দুঃখ মরবে কাটবে অত্যাচারীর ভয়
মানুষ বাঁচবে মানুষের লাগি হবেনা কভূ সত্য ক্ষয়
নতুন সূর্য উঠবে জেনো লোভের কুয়াশা যাবে কেটে
সত্যের অসি ঝলসে উঠবে সত্যের পথে চললে হেঁটে
যদি না থাকে কিছুই বল মনটা হউক খাঁটি সোনা
আছে কালি পেনের দাপট কেউ ছিনিয়েতো নেবেনা l