ধূসর আকাশ দগ্ধ মাটি চৌচির ফুটি ফাটা...
   তারই মাঝে নতুন এলো অতিশয় ঘনঘটা।
স্বপ্ন আমায় উড়িয়ে দেয় ছেলেবেলার ঘরে,
   আম কুড়ানো দুপুর বেলা কালবোশেখীর ঝড়ে।
কোকিল ডাকা শান্ত  প্রহর উঠতো কভু ভরে,
   কচি কাচার লাগতো মাতন প্রাণের সেই ঘরে।
স্মৃতিগুলো করে মাতাল তারার ভীড়ে রাত!
   ছেলেবেলার সবুজ মন দিত খুশির সাথ।
অন্তর্জালের নেশায় আজ ছেলে বুড়ো মগ্ন,
   আজকে যেন যে যার মতো সম্পর্কগুলো ভগ্ন!
ছুটছে মানুষ কিসের তরে কোথায় শেষ দিশা,
   জানিনাতো কেবা আপন হৃদে অমানিশা!
বেলীর মালা বেণীর পরে সুবাস করে পাগল,
   পোড় খাওয়া সত্বা বুঝি খুলে মনের আগল!
দগ্ধ করে  বৈশাখী রাত নিঃসীম ঐ আশ...
   চোখের কোলে বরিষ ধারা পড়ে গভীর শ্বাস।
ত্যাগী জীর্ণ  চির সত্য  শোক তাপ বৃথা,
   কচি কিশলয় শুষ্ক ডালে যুগান্তরের প্রথা...
নতুন বছর কেতন উড়ায় তারি হাতে হাত,
   সবটা ভুলে বরণ ডালায় নতুন আশার প্রাত।।