অহিংস  বুদ্ধ ছিলেন  বিষ্ণু অবতার,
বৌদ্ধ ধর্মের জনক করুণা অপার।
মাতা মায়াদেবী তার পিতা শুদ্ধধন,
বোধিসত্ত্ব তলে সিদ্ধ ভুলে তুচ্ছ রণ।
বাণী তার ছুঁয়ে রয় শান্তি লোভী ধরা
আধুনিকতার যুদ্ধ নির্বাপিত খরা।
প্রেম ধন বুকে গেঁথে আদর্শ শিক্ষক
ভবতু সব্ব মঙ্গলং, সবার রক্ষক...


অষ্টাঙ্গিক মার্গ আর পঞ্চশীল নীতি
সুস্থ সমজের এক  দৃঢ় সত্য রীতি।
অমৃত পরশে তার আলোকিত পথ,
অনুশাসন সমৃদ্ধ উদার শপথ।
বুদ্ধ নয় একদিন বুদ্ধ রোজকার,
উদারে বিলীন হলে স্বর্গ রবে তার।