স্বাধীনতার হীনতা পথের অলিগলি,
   পঁচাত্তর চলে গেলেও অগ্নি পথে  চলি।
ওই ছেলেটা উপোস পথে হবে বয়স নয়
   কাপ গ্লাস ভাঙলে মালিক মারে ব্যাটের ছয়।
মেধার দাম দেয়না রাজা কব্জি খানা দেখে,
   গায়ের জোড়ে লুট করার ফন্দি মাথায় রাখে,
লুট হয়ে যায় গরীব পাত নগ্ন দেশের আইন!
   উঁচু গলায় প্রতিবাদে করবে রক্তে ফাইন,
এই স্বাধীনতা পেলাম মোরা বিপ্লবীদের লালে!
   যোগ্য যারা বঞ্চিত রয় রাজার ক্রুর চালে,
সভ্য দেশে শিশু শ্রমিক সত্যি ভিতে ঘুন!
   রাজা রচে আপন গান মনে খুশির ধুন,
নেতা বুঝে স্ব একাউন্ট দেশ রসাতলে,
   চৌদ্দপুরুষ দুধে ভাতে মানুষ যোজ্ঞানলে!
কেলেঙ্কারি বলছে ওরা বিরোধীরা বলে,
   তাই বলেকি ব্যাগ গুটাবো চলতে হবে ছলে।
তুমি আমি রকে বসে ভাবি ভিক্ষাশ্রী...
   নবজাগরণ ভাবি যদি মিলবে সম্মানশ্রী,
ভোট হলো একমাত্র জাগরণের পথ !
   সেথায় নয় কোনো আপস দেবে নিজের মত,
অন্ধ মানুষ ভিক্ষা পেয়ে ধ্বংস করে সভ্যতা,
   ভাবে শুধু বর্তমান ছেয়ে যাক বর্বরতা!
ভবিষ্যতে যে প্রজন্ম আসবে তব দ্বারে,
   উত্তরেযে শুধু ক্ষয় বিছিয়ে পথের পারে...
শপথ করি সত্য পথে ধ্রুবতারা হয়ে,
   ক্ষণিক মোহ পায়ে মাড়াই চিরকালিন ন্যায়ে।।